ঝালকাঠির রাজাপুরে সাদিয়া আক্তার (৩০) নামে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সদস্যরা।
বৃহস্পতিবার (২৫আগষ্ট) ভোর ৫টার দিকে থানা পুলিশের সহায়তায় রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ সংলগ্ন এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়। সাদিয়া উপজেলা সদরের তুলাতলা এলাকার মো. রেজাউল হোসেনের স্ত্রী ও নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সদরের মেয়ে।
পুলিশ জানান, ২০০৯ সালে নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ কদমতলী থানায় একটি হত্যা মামলায় সাদিয়া আসামী হয়। পরে ঐ মামলায় সাদিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিল। দুইমাস পূর্বে সাদিয়া তার স্বামীসহ রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা কলেজ সংলগ্ন এলাকার আবুল হোসেন এর বাড়ীতে ভাড়া উঠেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে ঐ বাসা থেকে সাদিয়াকে গ্রেপ্তার করে।
স্থানীয়রা জানান, সাদিয়া তার এলাকা কিশোরগঞ্জ উপজেলায় ডুয়েল প্রেমে জড়িয়ে পরে। ঐ সময় সাদিয়া পোশাক কারখানায় চাকুরী করতেন এবং নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ এলাকায় থাকতেন। সাদিয়া তার এক প্রেমিককে ঐ এলাকায় ডেকে মারধর করলে গ্রুত্বর আহত হয়ে ঐ প্রেমিক মারা য়ায়। সেই ঘটনায় একটি হত্যা মামলা হয় নারায়ণগঞ্জের সিদ্বীরগঞ্জ কদমতলী থানায় এবং সাদিয়াও হত্যা মামলার আসামি হয়। পরে অপর প্রেমিককেও বাদ দিয়ে রাজাপুর উপজেলা সদরের তুলাতলা এলাকার মো. রেজাউল হোসেনকে বিয়ে করে সাদিয়া তার নাম পরিবর্তন করে রিয়া হয়ে আত্মগোপনে ছিলেন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com