শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ইউনিয়ন বিএনপির দুই নেতার চাঁদা নেওয়ার সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন মোমবাতি জ্বালিয়ে পড়ার সময় অ’গ্নি’দ’গ্ধ হয়ে কলেজ ছাত্রীর মৃ’ত্যু হাসপাতালে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের নামে মিথ্য মামলা কাঠালিয়ায় যে প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ কাঠালিয়ায় সাংবাদিক ফারুক হোসেন খানের ছেলে রাফি পেলেন জিপিএ-৫ ঝালকাঠি জেলায় আনুষ্ঠানিকভাবে প্রথম ছাত্রশিবিরের প্রধান কার্যালয় উদ্বোধন ঝালকাঠিতে টাস্কফোর্স টিমের অভিযান, দু’জন ব্যবসায়ীকে জরিমানা কাঠালিয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২১ শিক্ষার্থী পুকুর পাড়ের কাঁচা ঘাস খেয়ে মা’রা গেল খামারির ৬টি গরু ঝালকাঠিতে জমজমাট ভাসমান আমড়ার হাট
রাজাপুরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও

রাজাপুরে মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনও

ঝালকাঠি প্রতিনিধিঃ

স্ট্রোক ও শ্বাস কষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মৃধা ও মানিক মৃধা।

তাঁদেরকে নেয়া হয় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের মুহাম্মদ রাসেল সরকারী নির্দেশনা অনুযায়ী সম্পুর্ণ বিনামূল্যে মুক্তিযোদ্ধা দু’জনকে চিকিৎসা সেবা দিচ্ছেন।

খবর শুনে তাঁদের দেখতে যান রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

এতে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মোহাম্মদ রাসেল। এসময় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মৃধা ও মানিক মিয়ার সার্বিক খোজ খবর নেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

ডা. আবুল খায়ের মোহাম্মদ রাসেল জানান, বীরমুক্তিযোদ্ধারা হাসপাতালে ভর্তি হওয়ার পর বিনামূল্যে সকল চিকিৎসা ও ঔষধ হাসপাতাল কর্তৃপক্ষ দিতে বাধ্য এমন নির্দেশনা আছে।

সে অনুযায়ী তিনি তার তত্ত¡াবধানে এই বীরমুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিচ্ছেন। তিনি আরো জানান, সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোক্তার হোসেন। অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের দেখতে যান তিনিসহ অতিথিবৃন্দ ।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana