রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) দিনব্যাপী উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগড়া ফাজিল মাদ্রাসার মাঠে গাইনী ও মেডিসিন সহ বিভিন্ন বিষয়ে প্রায় দেড় শতাধিক অসহায়, দরিদ্র ও দিনমজুর রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।
পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রধান করেন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক টিএইচও, সোহাগ ক্লিনিক সার্জন ও চিকিৎসক ডাঃ মোঃ মাহবুবর রহমান৷
এসময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন “জাগ্রত যুব সমাজ” এর সভাপতি মোঃ মুবিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ ফরিদুল ইসলাম, সাংবাদিক সাইদুল ইসলাম ফরাজি, মাওলানা আলাউদ্দিন, শফিকুল ইসলাম, খায়রুল ইসলাম ও বাপ্পি প্রমুখ ৷