ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ ও আবুল হাশেম মৃধা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার দিনব্যাপী উপজেলার বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে অত্র বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কোর্ট ইনস্পেক্টর ও আবুল হাশেম মৃধা কল্যাণ ট্রাস্ট এর সভাপতি মো. মাহবুবুর রহমান। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এমডি আবুল বাশার তালুকদার, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এএইচএম মশিউর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক পবিত্র কুমার মিস্ত্রী। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিবাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য বিদ্যালয়ের মেধাবী ও অস্বচ্ছল ৩৬জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।