শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৩ জানুয়ারী) গভীর রাতে উপজেলার বামনকাঠি (একেস্্রারা) গ্রামের শাহজাহান খানের ছেলে মেহেদী হাসানের চাষকৃত পুকুরে এ ঘটনা ঘটে।
এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বামনকাঠি গ্রামে যুবক মেহেদী হাসান নিজস্ব জমিতে দীর্ঘদিন যাবৎ মাছ চাষ ও ব্রয়লার মুরগির ব্যবসা করে আসছিল।
পুকুরটিতে বেশ কিছু পাঙ্গাশ চাষ করছিলো। শনিবার ভোর রাত তিনটার দিকে হাসান মুরগির ফার্মে পানি দিতে গেলে পুকুর ও ফার্মের দক্ষিন পাশ্বে বসবাস করা নফিস হাওলাদারের স্ত্রী শেফালী বেগমকে ফার্মের কাছ থেকে জেতে দেখতে পান। হাসান সকালে পুকুরের দিক তাকিয়ে তার চাষকৃত মাছগুলো ভাসতে দেখেন। হাসান আরও জানান, শেফালি বেগম এর আগেও একাধিকবার আমাদের ও এলাকায় অনেকের ক্ষতি সাধন করেন।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।