বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০০ অপরাহ্ন

রাজাপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

রাজাপুরে দুই ব্যক্তির লাশ উদ্ধার

রাজাপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে ভিন্ন ভিন্ন স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। উপজেলার পিংড়ি থেকে নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদারের ও রাজাপুর উপজেলার বড় গালুয়ার পাকাপুল বাজার সংলগ্ন রাজাপুর ভান্ডারিয়া আঞ্চলিক সড়কের পাশ থেকে শাহ আলম হাওলাদারের লাশ উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর ১২ টায় নির্মান শ্রমিক মোস্তফা হাওলাদার একই এলাকার বিপ্লব চন্দ্র মন্ডলের বাড়িতে বৈঠকখানা নির্মানের সময় নির্মাণাধীন বৈঠকখানা ভেঙ্গে পরলে তার নিচে চাপা পরে। এসময় স্থানীয়রা উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। মোস্তফা হাওলাদার একই এলাকার আব্দুল করিম হাওলাদারের ছেলে।
অপরদিকে শুক্রবার দুপুর ২ টায় রাস্তার পাশে শাহ আলম হাওলাদারকে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখলে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। স্থানীয় ও শাহ আলমের আত্মীয়রা প্রাথমিক ভাবে কোন গাড়ির সাথে ধাক্কা লেগে এই ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন। শাহ আলম উপজেলার বড় গালুয়ার মৃত নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, পৃথক দুটি অপমৃত্যু মামলা রুজু করে লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana