সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীকে হত্যার হুমকি ও চাঁদা দাবী’র অভিযোগ সংবাদ সম্মেলন

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীকে হত্যার হুমকি ও চাঁদা দাবী’র অভিযোগ সংবাদ সম্মেলন

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীকে হত্যার হুমকি ও চাঁদা দাবী’র অভিযোগ সংবাদ সম্মেলন

রাজাপুর প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া এলাকায় জামিনে বের হয়ে মামলার বাদীকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে ফারুক চৌকিদার নামে এক আসামীর বিরুদ্ধে। বুধবার সকালে রাজাপুর প্রেস ক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন মামলার বাদী কামরুজ্জামান খান। এ সময় তিনি বলেন, উপজেলার পশ্চিম বড়ইয়া এলাকার মৃত আব্দুস সত্তার চৌকিদার ছেলে ফারুক চৌকিদার গত ২০১৫ সালের ডিসেম্বর মাসের ১৫ তারিখ বাদীর বাবা মাস্টার শাহজাহান খাঁনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত করে।

এ ঘটনায় কামরুজ্জামান বাদী হয়ে রাজাপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এ মামলায় ফারুক চৌাকিদার দীর্ঘদিন কারাবরণ করেন। এরপর তিনি জামিনে বের হয়ে বাদীর কাছে মামলার খরচ হওয়া টাকা দাবী করে। আর টাকা না দিলে হত্যা করবে বলে হুমকি প্রদান করে।

সংবাদ সম্মেলনে কামরুজ্জামান আরও জানান, ফারুক চৌকিদার দীর্ঘদিন যাবৎ তাদের পরিবারকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হয়রানি করে আসছে। এমনকি গত ৩ সেপ্টেম্বর ফারুক চৌকিদার আমাদের রোপনকৃত ধানের বীজ উপড়ে ফেলে। কামরুজ্জামান আরও বলেন, ফারুক চৌকিদারের এহেন কর্মকান্ড রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুলক চন্দ্র রায়কে জানাতে গেলে তিনি উল্টো কামরুজ্জামানের উপড় ক্ষিপ্ত হয়ে ওসির রুম থেকে তাকে বের করে দেন এবং গালমন্দ করেন।

বর্তমানে কামরুজ্জামান ফারুক চৌকিদারের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে বেরান। এ অবস্থায় মামলার বাদী প্রসাশনের উর্দ্ধতন কর্তৃপক্ষ সহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana