ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর সরকারি কলেজের ৪৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৩মার্চ) সকাল ৯টায় রাজাপুর সরকারি কলেজের সবুজ চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ সময় কলেজ অধ্যক্ষ মো. গোলাম বারী খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট শারিরীক শিক্ষা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহজাহান মোল্লা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ফকরুল ইসলাম খান, কলেজ প্রভাষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।