মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম, ও পাট বীজ উৎপাদন, সংরক্ষন ও বিতরণ প্রকল্পের আওতায় রোপা আমন (ব্রি ধান-৫২) প্রদর্শনী উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার পিংড়ি সিকদার বাড়ি এলাকায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি খামার বাড়ির কৃষিসম্প্রসার অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন অত্র প্রকল্পের মনিটরিং অফিসার মো. তাজুল ইসলাম।
রাজাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রিয়াজ উল্লাহ বাহাদুর এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেরুননেছা পাপড়ি, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. ইব্রাহীম হাওলাদার, প্রশিক্ষার্থীদের মধ্য থেকে মান্নান হাওলাদার, বাচ্চু সিকদার, রানী বেগম প্রমূখ।
উল্লেখ্য পিংড়ী ধান উৎপাদনকারী এসএমই গ্রুপে স্থানীয় ১৫ জন কৃষক-কৃষানীদের বীজতলা থেকে শুরু করে ধান কর্তন সময়কাল পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হয়।