মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০৪:২৯ পূর্বাহ্ন

রাজাপুর পিএফজি ও ওয়াইপিএজির সদস্যদের সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময়

রাজাপুর পিএফজি ও ওয়াইপিএজির সদস্যদের সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময়

রাজাপুর পিএফজি ও ওয়াইপিএজির সদস্যদের সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময়

ঝালকাঠির রাজাপুর উপজেলার পিস ফ্যাসিলেটর গ্রæপ (পিএফজি) ও ইয়ুথ পিস অ্যাম্বেসেডর গ্রæপ (ওয়াইপিএজির) সদস্যদের সাথে যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) প্রতিনিধি দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (২৪ আগষ্ট) বিকেলে উপজেলা পিএফজির আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্ব করেন পিএফজি’র এ্যাম্বেসেডর ও উপজেলা বিএনপির সভাপতি তালুকদার মো.আবুল কালাম আজাদ।  সভায় প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার (বিএইচসি) জেমস গোল্ডম্যান।

বিশেষ অতিথি ছিলেন গভর্নান্স অ্যাডভাইজার ইমা উইন্ড, সেকেন্ড সেক্রেটারী কেট ওয়ার্ড, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার তাসনিম সিদ্দিক ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর শ্রশান্ত ত্রিপুরা।

সভায় উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, এমআইপিএস প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর নাজমুন নাহার নুর লুবনা, সিনিয়র প্রোগ্রামার শশাঙ্ক বরণ রায়, জেন্ডার অ্যান্ড ইয়ুথ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য, দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অডিনেটর এসএম রাজু জবেদ, ফিল্ড কো-অডিনেটর রেজবিউল কবির, রাজাপুর উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান পনির, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, পিএফজির এ্যাম্বেসেডর ও জাতীয় পার্টির সভাপতি কামরুল ইসলাম দুলার, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সহসভাপতি মো.আলআমিন রুম্মন, রাজাপুর রিপোটার্স ইউনিটির সভাপতি মো.মাইনুল হক লিপু,উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক গোপাল কর্মকার, পুরোহিত কমিটির সহসভাপতি কঞ্জন কান্তি চক্রবর্তী, সাতুরিয়া ইউনিয়ন মহিলা দলের আহবায়ক নাসিমা বেগম, ওয়াইপিএজির সমন্বয়কারী আলআমিন সাজু।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজাপুর পিএফজির কো-অডিনেটর সৈয়দ হোসাইন আহম্মেদ। সভায় রাজনৈতিক ধর্মীয় ও জাতীগত সহিংসতা প্রতিরোধে পিএফজি ও ওয়াইপিএজির সদস্যদের ভুমিকা, অর্জন ও চ্যালেঞ্চ এবং সম্প্রীতির বাংলাদেশ গড়তে করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana