রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে অবরোধ ও হরতালের সমর্থনে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে রাজাপুর হাসপাতাল মোড় এলাকায় এই ঝটিকা মিছিলটি বের করেন। এসময় তারা রাস্তায় উপরে বসে রাস্তা অবরোধ করেন।
রাজাপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ রফিক মৃধার নেতৃত্বে বি এনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার এম শাহজাহান ওরম বীর উত্তম এর নিঃশর্ত মুক্তি ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে দেশব্যাপী অবরোধ ও হরতাল সফল করার লক্ষে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য তারিকুল সিকদার তারেক, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ মাহিম, শুক্তাগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিজান মল্লিক সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।