মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে মৌলিক সাক্ষরতা প্রকল্প শিখন (৬৪জেলা) কেন্দ্রের পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৩৩নং আঙ্গারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার বিকালে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তার হোসেন এর সভাপতিত্বে এ পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
বাস্তবায়নকারী সংস্থা ভিসিডিএস রাজাপুর শাখার প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান মাহমুদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক সুবিমল চন্দ্র হালদার, ঝালকাঠি জনাব মোঃ আঃ গফফার খান নির্বাহী পরিচালক, ভিসিডিএস ও চেয়ারম্যান ৫নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ নলছিটি জনাব মোঃ আনোয়ার হোসেন, প্রোগ্রাম অফিসার রাজাপুর স্থানীয় এনজিও প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান রেজোয়ান ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, রাজাপুর উপজেলার ১৮০০০ শিক্ষার্থী, ৩০০ কেন্দ্র, ৬০০ শিক্ষক / শিক্ষিকা ও ২০ সুপারভাইজার নিয়ে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো আওতায় রাজাপুর সহ সারা বাংলাদেশে উদ্বোধন করা হয়।