বুধবার, ০১ মে ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

মাস্ক পরতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

মাস্ক পরতে হবে শিক্ষক-শিক্ষার্থীদের

অনলাইন ডেস্ক:

দেশে হঠাৎ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদেরও মাস্ক পরে ও স্বাস্থ্যবিধি মেনে অফিস করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এদিকে এদিন স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে করোনা শনাক্তের হার ১৪ দশমিক  শতাংশ ছাড়িয়েছে।

আদেশে অধিদপ্তর বলছে, করোনা ভাইরাসের বিস্তাররোধকল্পে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, অধিদপ্তরের অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীদের এবং কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে অফিস-শ্রেণির কার্যক্রম পরিচলনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

এদিকে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

গতকাল বুধবার এ হার ছিলো ১৩ দশমিক ৩০ শতাংশ। গত সোমবার শনাক্তের হার ছিলো ১০ দশমিক ৮৭ শতাংশ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




Archive Calendar

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  




All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana