মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

মটর সাইকেলের ধাক্কায় কাঠালিয়ার প্রবীন আওয়ামীলীগ নেতা ও চালক আহত

মটর সাইকেলের ধাক্কায় কাঠালিয়ার প্রবীন আওয়ামীলীগ নেতা ও চালক আহত

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ার কচুয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও প্রবীন আওয়ামীলীগ নেতা মো. মোশারফ হোসেন মিয়া মটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। এ সময় মটর সাইকেল চালক মো. মিলন খানও আহত হয়। আজ বৃহস্পতিবার সকালে রাজাপুর বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করান।

শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের ইউপি সদস্য এইচএম নাসির উদ্দিন জানান, সকালে প্রবীন আওয়ামীলীগ নেতা মো. মোশারফ হোসেন মিয়া ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে ঝালকাঠি যাওয়ার পথে রাজাপুর বাজার এলাকায় পৌছালে পিছন থেকে অন্য একটি মটর সাইকেল তাদের ধাক্কা দেয়। এসময় তিনি ছিটকে রাস্তার পাশে পড়ে যান গিয়ে গুরুতর আহত হন। পরে আমাকে জানালে আমি রাজাপুরের বুলবুল নামের একজনকে জানালে তিনি আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করান।

এরমধ্যে ঘটনাস্থলে আমি ও জেলা পরিষদ সদস্য ও কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন ও তার পরিবারের লোকজন পৌছাই। পরে তাকে উন্নত চিকিৎসার বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত মটর সাইকেল চালক মিলন খানকে প্রাথমিক চিকিৎসা শেষে তার বাড়িতে পাঠানো হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana