বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর বড়ইয়া ডিগ্রি কলেজে সারাদেশের ন্যায় সরকারি নির্দেশনা অনুসারে ২০২১-২০২১ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার ২ মার্চ ২০২১ সকাল ১০টায় কলেজ মিলনায়াতনে কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান রেশমী।এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন অবিনাশ দাড়িয়া, মিজানুর রহমান, মোস্তফা কামাল, মাকসুদা পারভিন এবং সিরাজুল ইসলাম প্রমূখ। এসময় নবাগতদের রজনীগন্ধার স্টিক দিয়ে সকল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান কলেজর উপাধ্যক্ষ এবং কলেজে উপস্থিত সকল ছাত্র-ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করেন। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।