রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন ৬ জুলাই

বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন ৬ জুলাই

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদীর কচুয়া-বেতাগী ফেরি উদ্বোধন হবে আগামী ৬ জুলাই। প্রধান অতিথি হিসেবে ফেরির উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, শিল্প মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)। উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

এ উপলক্ষে শনিবার সকালে ফেরিঘাট ও জনসভা স্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক নাহিদ সিকদার, আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রীর একান্ত সহকারী সচিব আতিকুর রহমান রুবেলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana