মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত

বিজয় দিবসের শুভেচ্ছা জানালেন ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত

ঝালকাঠি প্রতিনিধি:

মুজিব জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে ঝালকাঠির রাজাপুর-কাঠাঁলিয়া বাসীকে বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত

বাংলাদেশ আওয়ামী লীগ ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য, সাবেক ভিপি (ভারপ্রাপ্ত) শাকসু (১৯৯৯-২০০২), সাবেক সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ ছাত্র লীগ (২০০২-২০০৬), সদস্য ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন বাংলাদেশ ইঞ্জি. আবুল কাসেম সীমান্ত এক শুভেচ্ছা বার্তায় উপরোক্ত শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাঙালির বিজয়ের দিন ১৬ই ডিসেম্বর। পাকিস্তানি শোসকের অবসান ঘটিয়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল বাংলাদেশ। সেই বিজয়ের ৫০ বছর পূর্তিতে উদযাপনে পিছয়ে নেই বাংলাদেশের আওয়ামী লীগ।

মুজিব জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় দিবসের শুভেচ্ছা ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও ভালবাসা জানিয়েছেন তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যাঁর আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে, এক সাগর রক্তের বিনিময়ে বাঙালি জাতি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর কাঙ্খিত বিজয় অর্জন করে বিশ্বের মানচিত্রে নতুন দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই বাংলাদেশ৷। ১৬ ডিসেম্বর বিজয়ের এ দিনে আমরা একাত্তরের সেই অকুতভয় বীর সৈনিকদের শ্রদ্ধার সাথে স্মরণ করি। যাদের আত্মত্যাগে আমাদের আজকের এ বিজয়, পেয়েছি লালসবুজ পতাকা এবং মানচিত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana