শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯ অপরাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠি সদর থানায় বিএনপির দায়ের করা মামলায় কাঠালিয়া থেকে দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঝালকাঠি সদর থানা পুলিশ কাঠালিয়া থানা পুলিশের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত্যু নুরুল ইসলাম সরদারের ছেলে মো.ইমরান কবির (৪২) ও একই গ্রামের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন খানের ছেলে মো.পলাশ খান (৩০)।
ঝালকাঠি সদর থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, বিএনপির দায়ের করা নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের কোর্টে চালান করা হয়েছে।