বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ন

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ঐক্য পরিষদের নিরলস প্রচেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ঐক্য পরিষদের নিরলস প্রচেষ্টা

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে ঐক্য পরিষদের নিরলস প্রচেষ্টা

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ। প্রাথমিক শিক্ষকদের ছয়টি সহকারী শিক্ষক সংগঠন এবং চারটি মিশ্র সংগঠনের সমন্বয়ে গঠিত এ মোর্চা শিক্ষক সমাজের দীর্ঘদিনের ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।

তিন দফা দাবির মূল বিষয়গুলো হলো:
১. প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে এন্ট্রি পদ সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন-ভাতা প্রদান।
২. শতভাগ শিক্ষককে পদোন্নতির আওতায় আনা।
৩. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন।

ঐক্য পরিষদের আহ্বায়ক এবং জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি শাহীনুর আকতার বলেন, “সরকারকে আমরা সময় দিয়েছি তিন দফা দাবির চলমান কাজকে গতিশীল ও বাস্তবায়ন করার জন্য। আজ আমাদের ২০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল জাতীয় পে কমিশন ২০২৫-এর সঙ্গে মতবিনিময় করেছে, যেখানে সহকারী শিক্ষকদের স্বার্থ-সংক্রান্ত বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।”

জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমিনুল হক আশা প্রকাশ করে বলেন, “আমাদের প্রস্তাবনা জাতীয় পে কমিশনে যথাযথভাবে প্রতিফলিত হবে বলে আমরা আশাবাদী।”

সংগঠনের সাংগঠনিক সম্পাদক শিরিন সুলতানা বলেন, “বর্তমানে প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে রয়েছেন। প্রধান ও সহকারী শিক্ষকদের মধ্যে এই তিন ধাপ গ্রেড বৈষম্য অমানবিক ও অযৌক্তিক। এ বৈষম্য দ্রুত না কমানো হলে প্রাথমিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

এছাড়া সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সদস্য মাঈনুদ্দীন নিউটন বলেন, “দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সহকারী শিক্ষকরা দিশেহারা। অনেকেই ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। তাই গ্রেড উন্নয়ন এখন সময়ের দাবি।”

পে কমিশনে মতবিনিময় শেষে শিক্ষক প্রতিনিধিদল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাসুদ কবির এর সঙ্গে সাক্ষাৎ করেন।
নেতৃবৃন্দ জানান, তারা নিয়মতান্ত্রিকভাবে দাবি আদায়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং আশা প্রকাশ করেন, সহকারী শিক্ষকদের এই তিন দফা দাবি শিগগিরই বাস্তবায়িত হবে।

শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেন, সরকারের সদিচ্ছা ও শিক্ষক সমাজের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি আদায় নিশ্চিত হবে—এমনটাই তারা প্রত্যাশা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2016-2025
Design By Rana