বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুর খননের সময় একটি ধাতব মূর্তি পাওয়া গেছে। আজ শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার কাটাবাড়ী গ্রাম থেকে এই মূর্তি পাওয়া যায়। পরে এটিকে হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কাটাবাড়ী গ্রামের আবদুল মজিদের ছেলে গয়না নিজেদের জমিতে শ্রমিকদের দিয়ে পুকুর খনন করছিলেন। এ সময় শ্রমিকেরা একটি ধাতব মূর্তি পান এবং ওই স্থানে একটি কালো রংয়ের সাপ দেখতে পেয়ে সাপটি মেরে ফেলেন। পরে তাঁরা বিষয়টি কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে বিষয়টি জানান। পরে বৈরাগী হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জীর হাতে হস্তান্তর করা হয়। লোহাজাতীয় কোনো কিছু কাছে আনা হলে মূর্তিটি আকর্ষণ করে।
এ নিয়ে জানতে চাইলে বৈরাগী হাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জী বলেন, ‘পুকুর খননের সময় শ্রমিকেরা একটি মূর্তি পায়। মূর্তিটির ওজন সাড়ে তিন কেজি এবং উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি। নারীর প্রতিকৃতির এ মূর্তিটি কোনো দেবীর হতে পারে।’