রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মোটরসাইকেলে দুর্ঘটনায় আবদুস সত্তার হাওলাদার (৬৫) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার(৪ মার্চ) দুপুরে কুলকাঠি ইউনিয়নের সরই ক্লাবঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সত্তার হাওলাদার উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার গ্রামের নিবাসী ও দেলোয়ার ভান্ডারীর পিতা।
স্থানীয় সূত্র জানায়, নলছিটি থেকে আসা একটি মোটরসাইকেল সত্তার হাওলাদারকে ধাক্কা দেয়।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে তিনি নিহত হন।
নলছিটি থানার এসআই মফিজ উদ্দিন এ প্রতিবেদককে বলেন, দুপুরের দিকে নলছিটি বারইকরন সড়কের সরই ক্লাবঘর এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় সত্তার হাওলাদার নিহত হন ।এখন পর্যন্ত নিহত পরিবার থেকে কোন অভিযোগ আসেনি । অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।