মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মহান স্বাধীনতা’র সুবর্ন জয়ন্তী উপলক্ষে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বেলা ১২টায় উপজেলাতথ্য আপা’র উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় মহিলা সংস্থার সভাপতি মিসেস ডালিয়া নাসরীন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান ও নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোর্সেদা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুঃ আনোয়ার আজিম, প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন, প্রভাষক মোঃ জামাল হোসেন প্রমুখ। এ সময় নলছিটি উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামসুন নাহার, তথ্য সহকারী ইশরাত জাহান দোলন, শাহানাজ আক্তারসহ ৫০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন। সভায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর বিশেষ আলোকপাত করা হয়।