মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সি (জাইকা)’র সহায়তায় ও উপজেলা যুব ও ক্রীড়া উন্নয়ন বিষয়ক কমিটির বাস্তবায়নে দুইদিনব্যাপী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষন প্রদান করা হবে।
এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রের অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা লস্কর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রিপন কুমার চট্রোপাধ্যায়। প্রশিক্ষনে উপজেলার ৩০ জন বেকার যুবক যুবতী অংশ নেন।
প্রশিক্ষন প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সৈয়দ নজরুল ইসলাম ও ইউডিএফ মিলন কুমার রায়।