সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র মিলনায়তনে (১১ অক্টোবর) মঙ্গলবার সকাল ১১টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ’র সভাপতি ডাক্তার ইউসুফ আলী তালুকদার, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল,প্রভাষক মোঃ আমির হোসেন প্রমুখ।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় প্রেমহার মাধ্যমিক বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে ভরতকাঠী জেআর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।