সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারীদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদে ইউএনও’র কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে কর্মরত সচিব ও হিসাব সহকারীরা উপস্থিত ছিলেন।
নব নিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ প্রান্তিক পর্যায়ে সহজীকরণভাবে সরকারের সকল সেবা পৌঁছে দেয়ার জন্য ইউনিয়ন পরিষদে নিযুক্ত কর্মচারীদের তাগিদ দেন। এছাড়া সরকারী সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের সহযোগীতা কামনা করেন।
সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সকল ইউনিয়নের সচিব ও হিসাব সহকারীরা পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, জান্নাত আরা নাহিদ গত ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে নলছিটিতে যোগদান করেন। এর আগে পটুয়াখালী সদর উপজেলায় একই পদে দায়িত্ব পালন করেন।