রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটিতে আলোচিত আনিচ বিশ্বাস ওরফে রুম্মান হত্যার বিচারের দাবীতে বৃহস্পতিবার বরিশাল-কুয়াকাটা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটায় দপদপিয়ার জিরোপয়েন্টে এলাকাবাসী জড়ো হয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এসময় সড়কের উভয় দিকে অসংখ্য যানবাহন আটকা পরে।
বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দ্রæত বিচার আইনে বিচার দাবী করেন।
বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পেয়ে সেখানে ছুটে যান অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) প্রশান্ত কুমার দে ও নলছিটি থানা ওসি(তদন্ত) আব্দুল হালিম তালুকদার। তাঁরা বিক্ষোভকারীদের সাথে কথা বলেন এবং হত্যাকারীদের যত দ্রæত সম্ভব গ্রেফতার করার আশ্বাস দেন।
উলেখ্য গত রবিবার দিবাগত রাতে আনিচ বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ীর সামনে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে নিহতের স্বজন মিঠু বিশ্বাস নলছিটি থানায় ২২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।