মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি পৌরসভার ১ নং ওয়ার্ডের সাধারন কাউম্সিলর পলাশ তালুকদার’র গ্রেজেড বাতিল ও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবীতে সংবাদ সম্মেলন করোছেন তার প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ হুমায়ন কবির।
শনিবার সকার ১০ টায় উপজেলার হাসপাতাল সড়কের সুগন্ধা বাউল একাডেমি ও সামাজিক সংঘের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ হুমায়ুন কবির।
তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন তার প্রতিদ্বন্দি প্রার্থী ১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোঃ পলাশ তালুকদার নির্বাচনী হলফনামায় ২টি মামলা সম্পর্কতি তথ্য গোপন ও ভুয়া ৮ম শ্রেণী পাশের সনদপত্র দাখিল করেছেন।
হুমায়ুন কবির অভিযোগ করে বলেন ঝালকাঠি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সি/আর ৩০৮/২০০০ (নল) চুরি মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও সি/আর ১৬৭/১৯৯৯ (নল) যা ঝলকাঠির জেলা সেশনজজ আদালতে সেশন মামলা নং ৬৩/২০০২ চাঁদাবাজি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী।
এছাড়াও নির্বাচনী হালনামায় তিনি নিজেকে ৮ম শ্রেনী পাশ উলেখ করে যে সনদপত্রটি দাখিল করেছেন তা ভুয়া ও বানোয়াট। এসময় তিনি ঝালকাঠি জেলা প্রসাশক, বরিশাল বিভাগীয় কমিশনার ও প্রধান নির্বাচন কমিশনার ঢাকা’র বরাবর অভিযোগ দাখিল করেছন বলেও জানান।
তিনি ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পলাশ তালুকদারের গেজেট বাতিল করে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের জন্য ২১ মার্চ ঝালকাঠি যুগ্ম জেলা জজ ১ম ও নির্বাচনী ট্রাইবুনালে একটি মামলা দায়ের করেছেন।