সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে বেসরকারী উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে কোভিড-১৯ এ ক্ষতি গ্রস্থ সাত জন যুব নারী উদ্যোক্তার মাঝে বিণামূল্যে সেলাইমেশিন ও অপর ২ জন উদ্যোক্তার মাঝে গাভীন ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার মাটি ভাঙ্গা মসজিদ প্রাঙ্গনে বিতরণ অনুষ্ঠানে পধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিএফও এনায়েত হোসেন জাকারিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এনায়েত হোসেন জাকারিয়া বলেন চলতি বছরে ঝালকাঠি ও নলছিটিতে একশজন কর্মহীন বেকার উদ্যোক্তাকে স্বাবলম্বী করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছেন।
এছাড়াও গত বছর ২০২০ সালে উপজেলার ১৫ জন উদ্যোক্তাকে সার্বিকভাবে স্বাবলম্বী করে তোলা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান ডিরেক্টর মোঃ মোজাম্মেল হক। এসময় সংস্থাটির মেন্টর আঃ ওহাব তালুকদার, সুবিধাভোগী উদ্যোক্তাগন ও সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।