সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ অপরাহ্ন
সাইদুল ইসলাম, রাজাপুর:
প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ধ্রুবতার ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ঝালকাঠির রাজাপুরে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বিকেলে সংগঠনের রাজাপুর উপজেলা কমিটির আয়োজনে উপজেলার কৈবর্তখালী এলাকায় আশ্রয়ন প্রকল্পের বসতঘর এলাকায় এ বৃক্ষরোপন করা হয়।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় কমিটির এজিএস মো. অলি আহম্মেদ, পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক আহম্মেদ কাওসার দিভু, রাজাপুর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক সাইদুল ইসলাম ফরাজী, সাধারণ সম্পাদক সাংবাদিক বুলবুল আহম্মেদ, আলামিন সুমন, ইমরান ফরাজী সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় তারা বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ চারা রোপণ করেন।