রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
“ঘাতকরা মনে করেছিলেন, জাতির জনক’কে টুঙ্গিপাড়ায় সমাহিত করা হলে, সেখানে কোন লোক যাবে না, কিন্তু আজ “টুঙ্গিপাড়া বাংলাদেশের অলিখিত রাজধানীতে পরিনিত হয়েছে” বলেছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ¦ বজলুল হক হারুন এমপি।
তিনি শুক্রবার (১৭ মার্চ ) বিকাল ৫টায় ঝালকাঠির কাঠালিয়া সরকারি পাইলট বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তাব্যে এ কথা বলেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপিকে অংশগ্রহনের আহবান জানিয়ে বিএইচ হারুন আরো বলেন, আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আপনারা নির্বাচনে অংশগ্র্রহন না করলে জনগন আপনাদের আরো দুই ক্লাস নিচে নামিয়ে দিবে। ২০২৪ সালে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশ পরিচালনা করবেন।
কাঠালিয়া উপজেলা প্রশাসন এ সমাবেশের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান (চঞ্চল) অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। স্বাগত বক্তাব্য রাখেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া) সার্কেল মাসুদ রানা, কাঠালিয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবুল বাশার বাদশা, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন।
অনুষ্ঠান শেষে জন্ম দিনের কেক কাটা এবং মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।