রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব-৮। শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম মীর (৩৪) ও কুমিল্লার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)। তাদের আজ শনিবার সকালে আদালতের মধ্যেমে কারাগারে পাঠানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় বরিশাল র্যাব-৮ এর একটি দল। এ সময় তিন লাখ ৬০ হাজার টাকার মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে গাঁজা কিনে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আটককৃদতের রাতেই নলছিটি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল্লাহ নলছিটি থানায় বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, শনিবার সকালে তাদের ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।