সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:২৬ অপরাহ্ন

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি:

ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে ওই এলাকার বাসিন্দারা।

মানববন্ধনে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলী হাওলাদার, এইচএম নুরুজ্জামান ও রস্তুম আলী হাওরাদারসহ আরো অনেকে। বক্তারা বলেন, উত্তর মানপাশা গ্রামের গাববাড়ী থেকে কাদের মেম্বারের বাড়ী পর্যন্ত কাচা রাস্তাটি বিগত ৫০ বছর ধরে ব্যবহার করে আসছে স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি এলজিইডি ওই রাস্তাটি কার্পেটিং করণের জন্য টেন্ডার প্রক্রিয়ার সম্পন্ন করেছে। বিষয়টি জানতে পেরে ওই এলাকার প্রতিবেশি একটি চক্র রাস্তার কাজ বন্ধ করতে আদালতে মামলা দায়ের করে। মামলার কারণে বর্তমানে রাস্তার কাজ শুরু করতে পারছেনা ঠিকাদারী প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে রাস্তার কাজ সম্পন্ন করতে না পারলে কার্যাদেশ বাতিল হয়ে যাবে। এতে ক্ষতিগ্রস্ত হবে শতাধিক পরিবার। দ্রুত রাস্তার কার্পেটিং কাজ সম্পন্ন করে জনসাধারণের চলাচলের উপযোগী করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, এলাকার চিহ্নিত মামলাবাজ স্বপন শীলের মদদে সুকুমার শীল ও সুনীল শীল চক্রান্তের করে মামলা দিয়ে রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করেছে। এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana