শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে প্রথম বারের মতো জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ফাতেমা কনভেশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম।
প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম। জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাংবাদিক মানিক লাল ঘোষ, সাইদুর রহমান জুয়েল ও তামিম তালুকদার।
সভায় পৌর যুবলীগের আহ্বায়ক আবদুল হক খলিফা, যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেন, যুবলীগ নেতা জামাল হোসেন মিঠুসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য দেন। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দল পরিচালনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।