শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি :
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের মধ্যে নিন্ম আয়ের মানুষগুলো দিসেহারা হয়ে উঠেছে।
সরকারি বেসরকারি পর্যায়ে মিলছে না ত্রান সহায়তা। ঠিক তখনই ঝালকাঠি সদর উপজেলা কীর্ত্তিপাশা ইউনিয়নে করোনা ভাইরাসে কর্মহীন চার শতাধিক অসহায় দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল মোল্লার পক্ষ থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
কীর্ত্তিপাশা ইউনিয়নের বেশাইনখান গ্রামের বাড়িতে অসহায় দু:স্থদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন দুবাই প্রবাসী সাইফুল মোল্লার বাবা জৌসর জামে মসজিদ কমিটির সভাপতি সোহরফ মোল্লা।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ডে ইউপি সদস্য নিরু হাওলাদার, স্থানীয় রুবেল হাওলাদার, মহাসিন হাওলাদার। প্রতিটি প্যাকেটে চাল,ডাল, লবন, তেল, আলু ও মাস্ক দেয়া হয়। কর্মহীন এই পরিবারগুলো ত্রাণ পেয়ে প্রবাসী সাইফুল মোল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।