বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন
ঝালকাঠিতে করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাচ্ছে।
গত ২৪ ঘন্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে ২২ জন আক্রান্ত হয়েছে এবং এক জনের মৃত্যু হয়েছে।
এর আগে গতকাল বুধবার পর্যন্ত এ জেলায় স্বাস্থ্য বিভাগ ৬৪৫৯ জনের নমুনা পরীক্ষা করেছে। এদের মধ্যে ১৪৭৬ জনের পজেটিভ ও ৪৪৪৬ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে। ৩৪ জনের মৃত্যু হয়েছে ও ১৩১৫ জন সুস্থ হয়েছে। বর্তমানে ১১৪ জন হোম ও ৩ জন হাসপাতাল আইসোলেশনে রয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন।