শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বাসন্ডা ইউনিয়ন আ’লীগ নেতৃবৃন্দকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে কলেজ মোড়ের একটি কার্যালয়ে ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপির পক্ষ থেকে উপহার হিসেবে লুঙ্গি ও শাড়ি দেয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও জাতীয় শ্রমিকলীগ জেলা শাখার আহ্বায়ক, বাসন্ডা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সেলিম তালুকদার।
এসময় ইউপি সদস্যগণ ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।