মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২১ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠি-১ আসনে প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। এ আসনে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে মুহাম্মদ শাহজাহান ওমরকে।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসনটিতে মুহাম্মদ শাহজাহান ওমরকে নৌকার প্রার্থী হিসেবে নিশ্চিত করা হয়েছে।
এর আগে, ২৯৮ আসনে নৌকার মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণাকালে এ আসনে বজলুল হক হারুণকে মনোনীত করা হয়েছিল।
আরও পড়ুন : ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বিএনপি নেতা শাহজাহান ওমর