শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে তিন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৩১জানুয়ারি) রাতে উপজেলা সদরের আদর্শপাড়া সংলগ্ন হিমুদাসের বাড়ির পিছন থেকে মাদকদ্রব্য সেবন করা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার রোলা গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. তরিকুল হাওলাদার রানা (৩০), বরগুনা জেলার পাথরঘাটা নিজ লাঠিমারা এলাকার মো. ছিদ্দিকুর হাওলাদারের ছেলে মো. গোলাম রাব্বি (১৯), নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের আদমজী শিমুলপাড়া এলাকার মো. শাহাদাৎ হোসেন বিহারীর ছেলে মো.লাডলা বিহারী ওরফে রানা (২৮)।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্ররায় গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে সোমবার (৩১জানুয়ারি) রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মঙ্গলবার (১ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।