মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটি উপজেলার সর্বজন পরিচিত ক্রিকেট পাগল খ্যাত সেলিম হাওলাদারকে উপহার স্বরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার বিকেলে নলছিটি চায়না মাঠে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পৌর শাখার নেতৃবৃন্দের পক্ষ থেকে এ উপহার প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি সিটিজেন ফাউন্ডেশন পৌর শাখার উপদেষ্টা সঞ্জয় মূখার্জী,মোঃ আমির হোসেন,সভাপতি শরিফুল ইসলাম পলাশ,সাধারন সম্পাদক ফারাবি রানা, সহ-সভাপতি সোহেল বিশ্বাস,যুগ্ন সম্পাদক রাজিব কুমার মালো, কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দুলাল তালুকদার,সহ-সাংগঠনিক সালমান রাজু, নির্বাহী সদস্য নাদিম খান তাইমুর রহমান তানজির প্রমুখ।
সেলিম হাওলাদার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, আপনাদের ভালবাসা আমায় আপ্লুত করেছে। অর্থ কোন বিষয় নয় ভালবাসা এবং সমর্থনই আমাদের নলছিটির ক্রীড়াঙ্গনের আগামী প্রজম্ম বহুদূর এগিয়ে যাবে। বর্তমানে মাদকসহ অন্যান্য বিভিন্ন নেশায় যুবসমাজ নিমজ্জিত রয়েছে সেখান থেকে একমাত্র খেলাখুলাই পারে তাদের বিরত রাখতে।