সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১ জুলাই) ভোরে থানার ওসি মো.শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বিনাপানি বাজার এলাকা থেকে এসব ফেন্সিডিল ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এসময় তাদের বহনকারী নীল রংয়ের একটি পিকআপ গাড়ী (যশোর-ন-১১০৪) জদ্ধ করা হয়। এ ঘটনায় থানার এসআই মো.মাহামুদুর রহমান বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মৃত শুকুর আলীর ছেলে মো.বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু (৪২) এবং একই উপজেলার সুটিপুর গ্রামের কালিদাসের ছেলে জয়দেব দাস (২৪) কে আসামী করে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে।
থানার ওসি মো.শহীদুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামী বাবলুর রহমান দফাদারের বিরুদ্ধে যশোর কোতয়ালী ও গোপালগঞ্জ সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীদের কোর্টে চালান করা হয়েছে।