রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় ৬ ইউপিতে মঙ্গলবার একযোগে করোনার গণটিকা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপী চলবে টিকাদান কার্যক্রম।
উপজেলার ১নং চেঁচরী রামপুর ইউনিয়নের পরিবার পরিকল্যানা কেন্দ্র, ২নং পাটিখালঘাটা ইউনিয়নের মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৩নং আমুয়া ইউনিয়নের ছোনাউটা মাদ্রাসা, ৪নং কাঠালিয়া সদর ইউনিয়নের উপ স্বাস্থ্য কেন্দ্র, ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ ও ৬নং আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদে একযোগে এ টিকা দেওয়া হবে।
এছাড়া কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (আমুয়া) প্রতিদিনের মতো টিকা দেওয়া কার্যক্রম চলমান রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রত্যেক ইউনিয়নে ১ হাজার ৫০০ করে উপজেলায় মোট ৯ হাজার মানুষকে ১ম ডোজ টিকা দেওয়া হবে।