বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় বাসষ্ট্যান্ডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা মো. জাকির হোসেন কবির হাওলাদার।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. হাছিব ভূট্টো’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব দলের সভাপতি কিশোর মাহমুদ ও সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়া।
এসময় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাকির হাওলাদার, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ সভাপতি মো. মালেক তালুকদার, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রাসেল মুন্সী, উপজেলা ছাত্রদলের অন্যতম সদস্য মো. হেলাল জমাদ্দার প্রমুখ।