শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

কাঠালিয়ায় সিমসহ গ্রামীনফোন রাউটার বিতরণ

কাঠালিয়ায় সিমসহ গ্রামীনফোন রাউটার বিতরণ

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় প্রাথমিক বিদ্যালয় ইন্টারনেটের আওতায় আনয়নের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক সরবরহকৃত ‘সিমসহ গ্রামীনফোন রাউটার’ বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে রাউটার বিতরণী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রাথমিক শিক্ষা অফিস জানায়, উপজেলার ৭৩ টি বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা দিতে সিমসহ গ্রামীনফোনের এ রাউটার বিতরণ করা হয়েছে। সরকারের সাথে চুক্তি অনুযায়ি প্রতিমাসে গ্রামীণফোন কর্তৃপক্ষ প্রতিটি বিদ্যালয়ের সিমে ২০ জিবি মেগা দিবে। এ ইন্টারনেটের পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষকরা উপবৃত্তিসহ শিক্ষার্থীদের জরিপ কার্যক্রমসহ সকল তথ্য জেলা শিক্ষা অফিসে পাঠাতে পারবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana