মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন

কাঠালিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী

কাঠালিয়ায় সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় প্রমোটিং পিস এন্ড জাষ্টিস (পিপিজে) ঝালকাঠির উদ্যোগে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদে সভাকক্ষে এ গণশুনানী অনুষ্ঠিত হয়।

শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সরকারি খরচে (বিনামূল্যে) আইনগত সহায়তা বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, ঝালকাঠির সিনিয়ার সহকারি জাজ মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার, লিগ্যাল এইড ঝালকাঠির প্রধান সমন্ময়কারী মো. সামছুল আরেফিন।

উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মনিরুল ইসলাম, ইউপি সচিব মো. মোস্তাফিজুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সকল ইউপি সদস্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। জাতীয় আইনগত সহায়তা সংস্থা, লিগ্যাল এইড কমিটি এবং অপরাজেয় বাংলাদেশ ঝালকাঠির যৌথ আয়োজনে ইউএস এ আইডি’র প্রেমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজি) এ্যাকটিভিটির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বায়স্তবায়ন করে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana