শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় শ্রদ্ধা ও স্মরণে ৭ই মার্চ উদযাপিত হয়েছে। আজ ০৭ মার্চ সোমবার সকাল ১০টা উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উজির সিকদার।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার এস. এম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হেসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, বিআরডিবি চেয়ারম্যান মোঃ কাওছার আহমেদ জেনিভ সিকদার, বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন বাচ্চু সিকদার, মোঃ হানিফ খান, কাঠালিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রোকন সিকদার, আমুয়া
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদকমোঃ জাকির হোসেন শাহিন মোল্লা, চেঁচরীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ মনির খান, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মোঃ সদ্দাম খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইদ আহমেদ জিসান সিকদার, সাধারন সম্পাদক মোঃ মাসুদ খান প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপিস্থত ছিলেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করেছে।