সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি আলেয়া এপারলেস লিমিটেডের চেয়ারম্যান ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ মতিউর রহমানের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহাস্পতিবার (১৭ মার্চ) বাদ যোহর ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামে মরহুমের নিজ বাড়িতে পরিবারের পক্ষ থেকে তার দুই ছেলে বিশিষ্ট শিল্পপতি আব্দুল আউয়াল হোসেন ও আব্দুল আলিম হোসেন এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যতিক্রমী এই কুলখানি অনুষ্ঠানে বিভিন্ন ধর্মের অংশ নেয়া প্রায় ৭ হাজার মানুষকে খাওয়ানো হয় বিয়ে অনুষ্ঠানের আদলে চেয়ার টেবিলে বসিয়ে খাবার পরিবেশন করা হয়। যা মন কাড়ে এলাকাবাসীর। এছাড়াও বিভিন্ন ধর্মালম্বী মনুষদের আলাদা আলাদা প্যান্ডেল করে খাবার পরিবেশন করা হয়।
কুলখানিতে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক খান সাইফুল্লাহ পনির, কাঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমাদুল হক মনির, রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কাঠালিয়া ও উপজেলার প্রশাসনের কর্মকর্তা, দুই উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্খী, ব্যবসায়ীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রয় ৭ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেন মানুষ অংশ নেন। শুরুতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও কুলখানী অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন ধর্মের সহা¤্রধিক মানুষ নিজ নিজ জায়গা থেকে মরহুমকে স্মরণ করেন।
উল্লেখ্য, আলহাজ্ব মোঃ মতিউর রহমান (৭৮) গত বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ১ টা ১৫ মিনিটে উপজেলার আওরাবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন।