বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলার উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর সভাপতি বিশিষ্ট সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি কাঠালিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান আকন। প্রধান আলোচক ছিলেন ঝালকাঠি সদর উপজেলা সমবায় অফিসার মো. আব্দুল্লাহ আল কায়ূম রুবেল।
আরও পড়ুন : কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগে কারন দর্শানো নোটিশ
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি সদস্য মো. নূরুল আলম মিলু, কাঠালিয়া উপজেলা দলিল লেখক সমিতির আহবায়ক মো. মাইনুল হোসেন রিয়াজ আকন, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসিব ভূট্টো। স্বেচ্ছাসেবী সংগঠন আগামীর স্বপ্ন এর সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুল ইসলামের পরিচালনায় ও মাওলানা সালাউদ্দিন আহম্মেদের ব্যবস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কিশোর মাহমুদ, মোসা. সাহেলী বেগম, মাওলানা আল আমিন প্রমূখ। পরে বিদ্যালয়ের ৪০জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম ও ২ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।