মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

কাঠালিয়ায় শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের সম্মাননা প্রদান

কাঠালিয়ায় শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের সম্মাননা প্রদান

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশ স্কাউটস উপজেলার নব গঠিত নির্বাহী কমিটির পরিচিত সভা ও শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার বিকালে উপজেলার ছৈলার চর পর্যটন কেন্দ্রে এ পরিচিত সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউটসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

বাংলাদেশ স্কাউটস কাঠালিয়া উপজেলার নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র, বিনাপানি কেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবা রানী মন্ডল প্রমূখ। নব গঠিত নির্বাহী কমিটির পরিচিত সভা শেষে শাপলা কাব এ্যাওয়ার্ড অর্জনকারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana