রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় নারী ও শিশু নির্যাতন মামলার যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত পলাতক আসামী নিজাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে কাঠালিয়া থানার এএসআই হাফিজুর রহমান ও এএসআই সোলায়মানের নেতৃত্বে পুলিশ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা উপজেলার ত্রিশ মাইল বটতলা নামক স্থান থেকে পাটকেলঘাটা থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নিজাম হাওলাদার (৩৩) উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের মৃত তোতা মিয়া হাওলাদারের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, ২০০৫ সালে উপজেলার ছোনাউটা গ্রামের নুরুল ইসলাম হাওলাদার নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন নিজামের বিরুদ্ধে। ২০১৭ সালে মামলার রায়ে নিজামকে যাবজ্জীবন দন্ড দেন আদালত। রায়ের পর থেকে পুলিশের চোঁখ ফাকি দিয়ে পালিয়ে ছিল নিজাম। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে নিজামকে কোর্টে চালান করা হয়েছে।