শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন

কাঠালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

কাঠালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

কাঠালিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু
প্রতীক ছবি

সাকিবুজ্জামান সবুর:

ঝালকাঠির কাঠালিয়ায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তারামনি চক্রবর্তী (৬৫) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। সোবাবার রাতে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের মধ্য আওরাবুনিয়া (৮নং ওয়ার্ড) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তারামনি চক্রবর্তী ওই গ্রামের মৃত মনোহর চক্রবর্তীর স্ত্রী ও তিন মেয়ের জননী।

আওরাবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. মিঠু সিকদার জানান, সোমবার রাত ৮টার দিকে বৃদ্ধা তারামনি চক্রবর্তী তার বাড়ির সামনের রাস্তায় বের হলে একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধ্বাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ : ঝালকাঠিসহ পাশ্ববর্তী জেলাসমূহে ৭ নম্বর বিপৎসংকেত

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana